রাণীনগরে ইউনিয়ন যুবদলের আয়োজনে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে কালীগ্রাম ইউনিয়ন যুবদলের আয়োজনে শতাধীক গরীব, অসহায় ও দু:স্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৮৬তম জন্ম বার্ষিকি উপলক্ষে এসব কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে কালীগ্রাম ইউনিযনের ৯টি ওয়ার্ডের গরীব,অসহায় ও দু:স্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে কালীগ্রাম ইউনিয়ন বিএনপিথর যুগ্ন আহ্বায়ক ও কালীগ্রাম ইউপিথর সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফিজুর রহমান, থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাখাওয়াত হোসেন, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক অপু, থানা যুবদলের সদস্য ও কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিউল আলম মসকট, সদস্য মানিক হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান ও রমজান আলীসহ ওয়ার্ড, ইউনিয়ন ও থানা যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।