সংবাদ শিরোনাম ::
রাণীনগরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:৫২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
রাণীনগরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন
“ছাত্র-শিক্ষক কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অভিযানের উদ্বোধন করা হয়। আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এ অভিযান।
এ উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। এরপর পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইঁদুরের ক্ষতি নিধরশন ও ইঁদুর দমনে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।