রাণীনগরে অগ্নিকাণ্ডে মাটির দুইতলা বাড়ি ভস্মিভূত ৮ লাখ টাকার ক্ষতি!
- আপডেট সময় : ০১:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে আগুন লেগে মাটির দুইতলা বাড়ীর প্রায় ৮টি কক্ষ পুরে ভুস্মিভূত হয়েছে। এতে প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার রাতে উপজেলার সলিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক মখলেছুর রহমান জানান, এদিন রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ১১ টার দিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী আগুন দেখতে পায়। সে সময় আমরা পরিবারের সবাই উঠে দেখি পুরো বাড়িতে আগুন জ্বলছে। এ সময় আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং রাণীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দুইতলা বাড়ীর প্রায় ৮টি কক্ষের টিনের চালা, ধান-চাল, আসবাবপত্র, কাপড়সহ নগদ টাকা ও বিভিন্ন মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়।এতে প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, সেলিম হোসেন ও হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেনসহ তিন ভাই ওই বাড়ীতে বসবাস করতেন। তারা ওই গ্রামের মৃত জফুর প্রামানিকের ছেলে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন তারা।