রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে নববধূর মৃত্যু

- আপডেট সময় : ০৯:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে নববধূর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ফেরদৌসী খাতুন (২৭) নামের এক নববধূ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার (২৮ জুন) রাত সোয়া ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফেরদৌসী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
তিনি গত সোমবার (২৩ জুন) জ্বর ও শরীর ব্যথাসহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আরও খারাপ হলে বুধবার (২৫ জুন) তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার রাতে মারা যান। মৃত ফেরদৌসীর চাচাতো বোনা জান্নাতুন নেসা বলেন, ফেরদৌসী নববিবাহিতা। তার বিয়ে হয়েছে ঢাকার মাদারীপুরে। তার একমাস আগে ইতালি প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় পরিবারিকভাবে। ফেরদৌসের মৃত্যুর খবরে শ্বশুর বাড়ি থেকে অনেকেই এসেছেন। তার পরিবারের আরও দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া বাড়ির আশ পাশের লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর আগে গত ২৫ জুন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রুকুনপুরের গোলাম রাব্বানীর ছেলে কবির হোসেনের (৩৭) মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং দুজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। রোগীরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে পাঁচজন রাজশাহীর, চারজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁ জেলার বাসিন্দা।