রাজশাহী মহানগরীতে একটি পুকুর থেকে এক ঘোষের ভাসমান লাশ উদ্ধার!
- আপডেট সময় : ০৮:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগরীতে একটি পুকুর থেকে এক ঘোষের ভাসমান লাশ উদ্ধার!
রাজশাহী মহানগরীতে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা নামের ৪২ বছর বয়সী এক ঘোষের ভাসমান মরদের উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে মহানগরীর সাগড়পাড়া বড় পুকুর থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষ সাগড়পাড়ার মৃত কালিপদ দাসের ছেলে। তবে তিনি মা, স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্র জানা যায়, কালিপূজা উপলক্ষে সঞ্জিত কুমার দাস ওরফে ঘনা ঘোষের স্ত্রী তাদের দুই কন্যা সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে থাকার সুবাদে তিনি এবং তার মা ভাড়া বাসয় ছিলেন। বৃহস্পতিবার ঘনা ঘোষ অন্যান্য দিনের মতই সারাদিন দুধ দহনের কাজ সেরে রাত ১০ টার দিকে বাসার পাশের পুকুরে ঘোসল করতে যান। সে গোসল করতে গিয়ে আর ফিরে না আসায় তার মা বাসার পাশের লোকজন ও তার স্ত্রীকে জানায় এবং আশেপাশে খোঁজাখুঁজি করেন। পরে শনিবার সকাল থেকে ঘনা ঘোষের কর্ম এলাকাসহ আত্নীয়-স্বজনদের বাসায় খোঁজ করেও সন্ধান পাননি। পরে এদিন দুপুর ১২ টার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি ভাসমান লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এ সময় ঘনা ঘোষের মা মরদেহটি তার সন্তান ঘনার বলে সনাক্ত করেন। খবরটি ছড়িয়ে পড়লে আশেপাশের উৎসুক জনতা সাগড়পাড়ার বড় পুকুর পাড়ে এসে ভির জমান।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহর পড়নে জামা ও ফুলপ্যান্ট এবং মাজায় গামছা বাঁধা ছিলো। এব্যপারে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।