রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত, ট্রাকে আগুন
- আপডেট সময় : ০৫:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার সময় ক্যাম্পাসের হাবীবুর হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা কয়েকটি ট্রাকে আগুন দেয়। এছাড়াও তারা ক্যাম্পাসে ভবন নির্মাণ প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
নিহত শিক্ষার্থীর নাম মাহামুদ হাবীব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল মোটর সাইকেল যোগে যাচ্ছিল। এ সময় ট্রাকে করে নির্মাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল। হবীবুর হলের সামনে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে পড়ে যান হিমেল। এ সময় তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ওই ট্রাক আগুন ধরিয়ে দেয়। এর পর শিক্ষার্থীরা ভবন নির্মাণ প্রতিষ্ঠানে গিয়ে ভাংচুর চালায়।