রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার
- আপডেট সময় : ০৪:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৪৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সব আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে অস্থায়ী বক্সে অবস্থান করবে পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন আর পুলিশের প্রয়োজন নেই।
ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব জায়গায় পুলিশ অবস্থান করবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ক্যাম্পাসের যে পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে সেখানে অস্থায়ী পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে।
বহিরাগতদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ছাত্রদের ১১টি আবাসিক হলে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন ছিল। প্রতিটি হলে ৬ জন করে পুলিশ দায়িত্বরত ছিলেন। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও হলের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা সম্ভব হয়নি।