রাজশাহী বিভাগে ২৪ ঘন্টা ৬৭২ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৩:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ৩২ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগের আট জেলায় ২৪ ঘন্টায় ১ হাজার জনের নমুনা পরীক্ষায় ৬৭২ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৭৮ শতাংশ। এদিকে, গত এক দিনে বগুড়া জেলায় ২ জন এবং নওগাঁ জেলায় একজন প্রাণ হারিয়েছেন করোনায়। এর বাইরে বিভাগের বাকি ছয় জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৫ হাজার ১১২ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ৬৭২ জনের। এই এক দিনে রাজশাহী জেলায় ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৯ দশমিক ০৭ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জে ৯৯ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ। নওগাঁয় ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৮১ শতাংশ। নাটোরে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ১৯ শতাংশ। এ ছাড়া, পাবনায় ৯০৭ জনের নমুনা পরীক্ষায় ১৯৪ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২১ দশমিক ৩৮ শতাংশ। সিরাজগঞ্জে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩৬ দশমিক ৮০ শতাংশ। বগুড়া জেলায় ২৯৮ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ১৬ শতাংশ। জয়পুরহাটে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৫ শতাংশ।
এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭২১ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৭০ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩৩০, নাটোরে ১৭৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নওগাঁয় ১৪৮, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে।