রাজশাহী বিভাগে বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৪:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫২ জনের নমুনা পরীক্ষায় ৯৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের মধ্যে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। করোনায় আক্রান্ত হয়ে বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি বগুড়া জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট ১ হাজার ৭০৬ জন করোনায় মারা গেছেন। এর আগের দিন চারজনের মৃত্যু হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরের পর এটিই ছিল এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ৮৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৯৪ জনের মধ্যে পাবনায় সর্বোচ্চ ২৪১ জন, রাজশাহী জেলায় ২৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪০ জন, নাটোরে ৮৫ জন, নওগাঁয় ৮৬ জন, সিরাজগঞ্জে ১৩১ জন, বগুড়ায় ১২৬ জন ও জয়পুরহাটে ৪৭ জন আছেন।
রাজশাহী বিভাগে ২০২০ সালের ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে মোট ১ লাখ ৯ হাজার ৯৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৭০ জন। গত ২৪ ঘণ্টায় চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৬৩ জন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেলে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু
আজ সোমবার সকাল আটটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে আছেন। হাসপাতালের ১০৪ শয্যার বিপরীতে ৬৩ জন ভর্তি আছেন। এর মধ্যে রাজশাহী জেলারই আছেন ৩৬ জন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বলেন, আগের ২৪ ঘণ্টার চেয়ে আজ মৃত্যু ও শনাক্ত হার কমেছে। তবে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণ মোকাবিলায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।