ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় খামার দিবসে আখচাষে আধুনিক পদ্ধতি ব্যবহারে গুরুত্বারোপ বাগাতিপাড়া থেকে ১১ বছরের শিশু শিমুল নিখোঁজ ঢাকায় ব্যবসায়ীকে নৃ শং স হ/ত্যা র প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে বিএনপির ৩১ দফা নিয়ে ব্যারিস্টার নওশাদ জমিরের জনসংযোগ পঞ্চগড়ে বিএম কলেজের অধ্যক্ষ দিলু কারাগারে বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় দুই পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা; ১ জনের মৃত্যু পঞ্চগড়ে তিনদিন ব্যাপী অভিনয় প্রশিক্ষণ কর্মশালা শুরু পঞ্চগড়ে ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর অভিযান মালিককে জরিমানা ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের মানববন্ধন সীমান্তবর্তী নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৬০ বোতল বিদেশী মদ জব্দ

রাজশাহী বিভাগে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে, চরম আতঙ্ক

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিভাগে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে, চরম আতঙ্ক

রাজশাহী বিভাগে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলেছে। এসব অপরাধের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার কারণে থানায় বেড়েছে মামলার সংখ্যাও। তারপরও সব অপরাধী গ্রেপ্তার হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলে। তবে পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আইন শৃংখলা বাহিনী।

পুলিশের দেওয়া তথ্যমতে, রাজশাহী বিভাগে প্রতি মাসেই চুরি, ছিনতাই ও ডাকাতির মতো শতাধিক অপরাধ সংগঠিত হচ্ছে। রাজশাহী বিভাগে চলতি বছরের প্রথম চার মাসে চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত ৩৯০টি মামলা হয়েছে। এর মধ্যে ডাকাতির ঘটনা ছিল ২৯টি। মোট ২৮৪টি মামলা হয়েছে চুরির। এসব ঘটনার মধ্যে সবচেয়ে ৫৪টি ঘটনা বগুড়ায়। গত ২০ এপ্রিল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন ঘোড়ামারা এলাকায় মাসুম নামের এক চালকের রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন দিলীপ কুমার প্রামানিক নামের এক ব্যক্তি। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশা যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। আগের দিনের (শনিবার) বিক্রির ১৩ লাখ টাকা তিনি কুমারপাড়া চালপট্টি এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। পরদিন রোববার সকালে সেই টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছলে হঠাৎ পাশের একটি সরু গলির দিকে মোড় নেয়। তখনই মোটরসাইকেলে থাকা দুই জন এসে রিকশার সামনে ব্যারিকেড তৈরি করে। এ সময় একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকাগুলো ছিনতাই করে।

সম্প্রতি রাজশাহীতে ঈদের ছুটিতে এসে নিজ বাড়ির সামনে পৌঁছেই গত ৬ জুন ছিনতাইকারীর কবলে পড়েন ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় কর্মরত রাশিদুর রহমান ও ফাহমিদা সুলতানা। নগরীর দেবিসিংপাড়ায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় আহত হন ফাহমিদা সুলতানা।

রাশিদুর রহমান জানান, ফজরের নামাজের সময় তারা বাসে করে রাজশাহীর তালাইমারি মোড়ে নামেন। সেখান থেকে একটি রিকশা ভাড়া করে দেবিসিংপাড়ার দিকে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিনি রিকশা থেকে নেমে পড়েন। তখন তার স্ত্রী ফাহমিদা সুলতানা রিকশাতেই বসে ছিলেন। ঠিক সেই মুহূর্তে দুই জন ছিনতাইকারী তাদের সামনে এসে ধারালো অস্ত্রের মুখে আটকায়। এ সময় তারা দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়াও গত ৮ এপ্রিল রাতে রাজশাহীর বাঘা উপজেলার দিঘা আঠালিয়াপাড়া গ্রামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতেই চুরির ঘটনা ঘটে। বাসা থেকে দুটি স্বর্ণের বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়। রিপনের স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপড়ার সুবাদে তিনি রাজশাহীতে থাকেন। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আমাদের পুলিশ সদস্যের বাড়িতেই চুরি বলে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কিন্তু এখনও কাউকে শনাক্ত করা যায়নি। ওই ঘটনায় থানায় একটা জিডি হয়েছিল। কিন্তু ভুক্তভোগী পুলিশ সদস্যই মামলা করতে চাননি। কেউ ধরা পড়লে তখন মামলা হবে। আমরা দেখছি।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, পুলিশের দুর্বলতা এবং রাজনৈতিক ইন্ধনের সুযোগে বাড়ছে অপরাধ। সারাক্ষণ চুরি, ছিনতাই ও ডাকাতির আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ আছে। অনেক সময় পুলিশ সেনাবাহিনীকে ছাড়া কোনো অভিযানও করছে না। আগে পুলিশ নিজেরাই অভিযান করত। সে অভিযান এখন কমে যাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা নিয়ন্ত্রণ হচ্ছে না। অভিযান জোরদার করা দরকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ৫ আগস্টের ঘটনার পর প্রশাসনের মধ্যে একটা নিষ্ক্রিয়তা দেখা গেছে। জনসাধারণের মধ্যে অস্থিরতা বাড়ছে। পুলিশ-প্রশাসনের দুর্বলতা, বিচার ব্যবস্থার দুর্বলতা এবং রাজনৈতিক দলের ইন্ধন সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দ্রুতই পরিস্থিতির উন্নয়ন করা উচিত।
পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বলেন, পুলিশ আবারও সক্রিয়ভাবে মাঠে নেমেছে এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, নির্মূল করা নয়। আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী চেষ্টা করছি প্রতিটি অপরাধীকে বিচারের আওতায় আনতে। তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিভাগে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে, চরম আতঙ্ক

আপডেট সময় : ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

রাজশাহী বিভাগে চুরি ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়েছে, চরম আতঙ্ক

রাজশাহী বিভাগে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ দিন দিন বেড়েই চলেছে। এসব অপরাধের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার কারণে থানায় বেড়েছে মামলার সংখ্যাও। তারপরও সব অপরাধী গ্রেপ্তার হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলে। তবে পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে আইন শৃংখলা বাহিনী।

পুলিশের দেওয়া তথ্যমতে, রাজশাহী বিভাগে প্রতি মাসেই চুরি, ছিনতাই ও ডাকাতির মতো শতাধিক অপরাধ সংগঠিত হচ্ছে। রাজশাহী বিভাগে চলতি বছরের প্রথম চার মাসে চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত ৩৯০টি মামলা হয়েছে। এর মধ্যে ডাকাতির ঘটনা ছিল ২৯টি। মোট ২৮৪টি মামলা হয়েছে চুরির। এসব ঘটনার মধ্যে সবচেয়ে ৫৪টি ঘটনা বগুড়ায়। গত ২০ এপ্রিল রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা সংলগ্ন ঘোড়ামারা এলাকায় মাসুম নামের এক চালকের রিকশায় যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন দিলীপ কুমার প্রামানিক নামের এক ব্যক্তি। তিনি রিলায়েন্স অটো নামের একটি অটোরিকশা যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক। আগের দিনের (শনিবার) বিক্রির ১৩ লাখ টাকা তিনি কুমারপাড়া চালপট্টি এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। পরদিন রোববার সকালে সেই টাকা নিয়ে শিরোইল ঢাকা বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। রিকশাটি ঘোড়ামারা এলাকায় পৌঁছলে হঠাৎ পাশের একটি সরু গলির দিকে মোড় নেয়। তখনই মোটরসাইকেলে থাকা দুই জন এসে রিকশার সামনে ব্যারিকেড তৈরি করে। এ সময় একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকাগুলো ছিনতাই করে।

সম্প্রতি রাজশাহীতে ঈদের ছুটিতে এসে নিজ বাড়ির সামনে পৌঁছেই গত ৬ জুন ছিনতাইকারীর কবলে পড়েন ব্র্যাক ব্যাংকের প্রধান শাখায় কর্মরত রাশিদুর রহমান ও ফাহমিদা সুলতানা। নগরীর দেবিসিংপাড়ায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় আহত হন ফাহমিদা সুলতানা।

রাশিদুর রহমান জানান, ফজরের নামাজের সময় তারা বাসে করে রাজশাহীর তালাইমারি মোড়ে নামেন। সেখান থেকে একটি রিকশা ভাড়া করে দেবিসিংপাড়ার দিকে রওনা হন। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিনি রিকশা থেকে নেমে পড়েন। তখন তার স্ত্রী ফাহমিদা সুলতানা রিকশাতেই বসে ছিলেন। ঠিক সেই মুহূর্তে দুই জন ছিনতাইকারী তাদের সামনে এসে ধারালো অস্ত্রের মুখে আটকায়। এ সময় তারা দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এছাড়াও গত ৮ এপ্রিল রাতে রাজশাহীর বাঘা উপজেলার দিঘা আঠালিয়াপাড়া গ্রামে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতেই চুরির ঘটনা ঘটে। বাসা থেকে দুটি স্বর্ণের বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়। রিপনের স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপড়ার সুবাদে তিনি রাজশাহীতে থাকেন। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আমাদের পুলিশ সদস্যের বাড়িতেই চুরি বলে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কিন্তু এখনও কাউকে শনাক্ত করা যায়নি। ওই ঘটনায় থানায় একটা জিডি হয়েছিল। কিন্তু ভুক্তভোগী পুলিশ সদস্যই মামলা করতে চাননি। কেউ ধরা পড়লে তখন মামলা হবে। আমরা দেখছি।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, পুলিশের দুর্বলতা এবং রাজনৈতিক ইন্ধনের সুযোগে বাড়ছে অপরাধ। সারাক্ষণ চুরি, ছিনতাই ও ডাকাতির আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ আছে। অনেক সময় পুলিশ সেনাবাহিনীকে ছাড়া কোনো অভিযানও করছে না। আগে পুলিশ নিজেরাই অভিযান করত। সে অভিযান এখন কমে যাওয়ায় চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা নিয়ন্ত্রণ হচ্ছে না। অভিযান জোরদার করা দরকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ৫ আগস্টের ঘটনার পর প্রশাসনের মধ্যে একটা নিষ্ক্রিয়তা দেখা গেছে। জনসাধারণের মধ্যে অস্থিরতা বাড়ছে। পুলিশ-প্রশাসনের দুর্বলতা, বিচার ব্যবস্থার দুর্বলতা এবং রাজনৈতিক দলের ইন্ধন সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দ্রুতই পরিস্থিতির উন্নয়ন করা উচিত।
পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বলেন, পুলিশ আবারও সক্রিয়ভাবে মাঠে নেমেছে এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব, নির্মূল করা নয়। আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী চেষ্টা করছি প্রতিটি অপরাধীকে বিচারের আওতায় আনতে। তৎপরতা অব্যাহত রয়েছে।