রাজশাহী-নওগাঁ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

- আপডেট সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ৬০ বার পড়া হয়েছে
রাজশাহী-নওগাঁ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজশাহী ব্যুরো:
রাজশাহী-নওগাঁ সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ। রাজশাহীর সড়ক ও জনপদ কর্তৃপক্ষ পবায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার উপজেলার মধুসুদনপুর গ্রামে রাজশাহী-নওগাঁ সড়কের পাশে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মধুসুদনপুর গ্রামের আসাদ আলীর ছেলে আমজাদ আলী সড়ক ও জনপদ বিভাগের জায়গাই রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে রাতারাতি সেমিপাকা স্থাপনা নির্মাণ করেন। সড়ক ও জনপদ কর্তৃপক্ষ প্রথমে মৌখিকভাবে, এরপর লিখিত নোটিস করলেও আমজাদ আলী তার স্থাপনা সরিয়ে নেয়নি।
বৃহস্পতিবার আমজাদ আলীর অবৈধভাবে নির্মিত স্থাপনা গুড়িয়ে দেয় সড়ক ও জনপদ রাজশাহী কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামসুল ইসলামসহ পবা ভূমি অফিসের প্রতিনিধি, পবা থানা পুলিশ ও সড়ক ও জনপদ রাজশাহীর কর্মকর্তাগণ।
সড়ক ও জনপদ রাজশাহীর প্রতিনিধি বলেন, বেশ কিছুদিন থেকে আমজাদ আলীকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু তিনি স্থাপনা সরিয়ে নেননি। বরং উল্টো সড়ক ও জনপদ রাজশাহীর জায়াগাই রাতারাতি অবৈধভাবে স্থাপনা তৈরী করতে থাকে। আর এই উচ্ছেদ অভিযান সড়ক ও জনপদ বিভাগের রুটিন ওয়ার্ক। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।