ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী-নওগাঁ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর, নিরব ভূমিকায় প্রশাসন

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-নওগাঁ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর, নিরব ভূমিকায় প্রশাসন

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কসহ গ্রামীণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ট্রাক্টর। নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। আর বৃষ্টি হলে তো কথাই নেই। একটু অসাবধানতা হলেই ঘটবে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীর দুর্ভোগ চরমে। ট্রাক্টর মূলত জমিতে ধানচাষ ও প্রধান সড়কে মালামাল বহনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ ছাড়া ছোটদের হাতেও তুলে দেওয়া হচ্ছে এই অবৈধ যানের স্টেয়ারিং।

মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রামের মধ্যে পুকুর খনন ও জমির মাটি বহনে ব্যবহার করা হচ্ছে এই যান। ফলে স্থায়ীভাবে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও সড়কগুলো। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক গুলোতে এই যান দাপিয়ে বেড়ালেও নজর নেই প্রশাসনের।

মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিনিয়তই কোনো না কোনো জায়গায় চলছে নতুন ও পুরাতন পুকুন খনন। সেই খননের মাটি বহন করা হচ্ছে ৬-৮ চাকার ট্রাক্টর দিয়ে। আর দিনরাত ট্রাক্টরের চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ সড়ক গুলো। এ ছাড়া ইট বিছানো ও পাকা সড়কের ওপর পড়ে থাকা মাটির আস্তরণে ঘটা দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করছে আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে। চলমান এমন কর্মকাণ্ডে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। কম টাকায় মাটি বহনের সুবিধা পাওয়ায় খননকারীরা বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে আনে ট্রাক্টর।

স্থানীয় বাসিন্দারা যখন অভিযোগ দেয় তখন লোক-দেখানো দু-একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুর খনন ও জমিতে মাটি ব্যবহৃত ভেকু মেশিন এবং খননকারীর বিরুদ্ধে অর্থদণ্ড করা হলেও আইনের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এসব অবৈধ যান গুলো। প্রতিটি ভেকু মেশিন ও ট্রাক্টরের মালিকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ মাসোহারা নেওয়ার কারণে প্রশাসন হাতের নাগালের মধ্যে পেয়েও এই যানগুলোর বিরুদ্ধে তেমন একটা শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করেন না বলে জানা গেছে। এ ছাড়া প্রশাসনের সাথে আঁতাত করে তারা এসব কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গত এক মাস ধরে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিসের পাশে জমির মাটি কেটে অবৈধ ট্রাক্টর মাটি নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না। বিশেষ করে মাটিবাহী ট্রাক্টর যেসব স্থানে বেশি মাটি বহন করেছে, সেখানকার অবস্থা ভয়াবহ। শুধু তাই নয়, অনেক সময় রাস্তার মোড়ে মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানযট। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ট্রাফিক পুলিশকে বললে, তার আইনগত ব্যবস্থা না নিয়ে নাটক করছেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, খবর পেলে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-নওগাঁ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর, নিরব ভূমিকায় প্রশাসন

আপডেট সময় : ০২:৪১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রাজশাহী-নওগাঁ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ট্রাক্টর, নিরব ভূমিকায় প্রশাসন

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কসহ গ্রামীণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যান ট্রাক্টর। নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক, প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। আর বৃষ্টি হলে তো কথাই নেই। একটু অসাবধানতা হলেই ঘটবে দুর্ঘটনা। বিশেষ করে মোটরসাইকেল আরোহীর দুর্ভোগ চরমে। ট্রাক্টর মূলত জমিতে ধানচাষ ও প্রধান সড়কে মালামাল বহনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ ছাড়া ছোটদের হাতেও তুলে দেওয়া হচ্ছে এই অবৈধ যানের স্টেয়ারিং।

মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রামের মধ্যে পুকুর খনন ও জমির মাটি বহনে ব্যবহার করা হচ্ছে এই যান। ফলে স্থায়ীভাবে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ও সড়কগুলো। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক গুলোতে এই যান দাপিয়ে বেড়ালেও নজর নেই প্রশাসনের।

মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিনিয়তই কোনো না কোনো জায়গায় চলছে নতুন ও পুরাতন পুকুন খনন। সেই খননের মাটি বহন করা হচ্ছে ৬-৮ চাকার ট্রাক্টর দিয়ে। আর দিনরাত ট্রাক্টরের চলাচলে নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ সড়ক গুলো। এ ছাড়া ইট বিছানো ও পাকা সড়কের ওপর পড়ে থাকা মাটির আস্তরণে ঘটা দুর্ঘটনায় কেউ মৃত্যুবরণ করছে আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে। চলমান এমন কর্মকাণ্ডে নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। কম টাকায় মাটি বহনের সুবিধা পাওয়ায় খননকারীরা বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে আনে ট্রাক্টর।

স্থানীয় বাসিন্দারা যখন অভিযোগ দেয় তখন লোক-দেখানো দু-একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুকুর খনন ও জমিতে মাটি ব্যবহৃত ভেকু মেশিন এবং খননকারীর বিরুদ্ধে অর্থদণ্ড করা হলেও আইনের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এসব অবৈধ যান গুলো। প্রতিটি ভেকু মেশিন ও ট্রাক্টরের মালিকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ মাসোহারা নেওয়ার কারণে প্রশাসন হাতের নাগালের মধ্যে পেয়েও এই যানগুলোর বিরুদ্ধে তেমন একটা শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করেন না বলে জানা গেছে। এ ছাড়া প্রশাসনের সাথে আঁতাত করে তারা এসব কর্মকাণ্ড করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গত এক মাস ধরে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিসের পাশে জমির মাটি কেটে অবৈধ ট্রাক্টর মাটি নিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না। বিশেষ করে মাটিবাহী ট্রাক্টর যেসব স্থানে বেশি মাটি বহন করেছে, সেখানকার অবস্থা ভয়াবহ। শুধু তাই নয়, অনেক সময় রাস্তার মোড়ে মোড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানযট। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ট্রাফিক পুলিশকে বললে, তার আইনগত ব্যবস্থা না নিয়ে নাটক করছেন।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা বলেন, খবর পেলে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।