রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু, হামলাকারির মূল হোতা সুমনকে গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু, হামলাকারির মূল হোতা সুমনকে গ্রেপ্তার
রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর ফলে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। রাজশাহী রেলস্টেশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াও খুশি যাত্রীরা। তারা জানান, গতকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই স্টেশনেই রাত কাটিয়েছেন। আজকে ট্রেন চলাচল শুরু না হলে বাড়ি যাওয়া সম্ভব হতো না।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার ময়েন উদ্দিন বলেন, সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দু’টি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। এখন অবস্থা স্বাভাবিক।
এদিকে মঙ্গলবার রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।