রাজশাহীর সাংবাদিক জামি রহমানের মৃত্যু

- আপডেট সময় : ০২:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
রাজশাহীর সাংবাদিক জামি রহমানের মৃত্যু
রাজশাহীর সাংবাদিক জামি রহমান রতন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি রাজশাহী মহানগরের রেশমপট্টি মহল্লার বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পাশা পাশি তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের নাট্যকর্মী ছিলেন।
দীর্ঘ দিন ধরেই সাংবাদিক জামি রহমান শ্বাসকষ্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। সমস্যা বেড়ে গেলে বুধবার সন্ধ্যায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা জামি রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছে। বৃহস্পতিবার বাদ আসর নগরীর রেশমপট্টি ক্রিকেট ক্লিনিক মাঠে জামি রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর নগরীর টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক জামি রহমান রতনের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর মোহনপুর উপজেলার শাখা সভাপতি এম এম মামুন, সাধারণ সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম মতিন, সহ-সভাপতি মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মাজেদুর রহমান সবুজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন ভিক্টর, দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মহাজামিল, নির্বাহী সদস্য সাদিকুল ইসলাম স্বপন, রিপন আলীসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তাঁর শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।