রাজশাহীর বাঘায় ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘায় ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাঘায় ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযানে ৫০১ বোতল ফেনসিডিলসহ বাবর আলী (৩০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি আনুমানিক ৭ টার সময় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বিওপিথর বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮১/১০-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার বাঘা হরিরামপুর চরের টহল দিচ্ছিলেন।
এসময় বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে বাবর আলীকে ৫০১ বোতল ফেন্সডিলসহ গ্রেপ্তার করে বিজিবি। মাদক ব্যবসায়ী বাবর আলীর বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।