রাজশাহীর বাগমারায় অপহৃত শিক্ষার্থী ৪৮ ঘন্টা পর উদ্ধার
- আপডেট সময় : ০৫:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারায় অপহৃত শিক্ষার্থী ৪৮ ঘন্টা পর উদ্ধার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর বাগমারায় অপহৃত শিক্ষার্থী ৪৮ ঘন্টা পর উদ্ধার। রাজশাহীর বাগমারা উপজেলায় অপহরণের ৪৮ ঘন্টা পর ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ মার্চ) অপহরণকারীর বাসা থেকে ১২ বছরের শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অপহৃত শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সে
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, গত ১০ মার্চ সন্ধ্যায় উপজেলার মহববতপুর গ্রামের শিক্ষার্থী প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে ওঁত পেতে থাকা একই গ্রামের জসিমুদ্দিনের ছেলে জালমগীর হোসেন (৪২) জোরপূর্বক সিএনজিতে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে শনিবার (১২ মার্চ) বাগমারা থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এর পর অভিযানে নামে পুলিশ। জালমগীরের বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আসামি পালাতক রয়েছে। আসল ঘটনা জানতে বিষয়টি এখন তদন্তাধীন। এর বেশি কিছু বলা যাবে না। তবে আসামিদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।