রাজশাহীর বাগমারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার-২
- আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারায় মাদক ব্যবসায়ী গ্রেফতার-২
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আকরাম আলীর বিশেষ অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে মাদকের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আকরাম আলী ও সাব- ইন্সপেক্টর উৎপল কুমার।
আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন মচমইল গ্রামের মকবুল খামারুর ছেলে আঃ মান্নান খামারু ও ধামিনকৌড় গ্রামের মৃত তফিজ উদ্দিন এর ছেলে আবু তালেব কে গ্রেফতার করা হয়েছে, মান্নান প্রকৃতপক্ষে চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মামলা রয়েছে।
এলাকার সূত্রে জানা যায়, জানা যায়, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব – ইন্সপেক্টর উৎপল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ৬০০গ্রাম গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করেছেন।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আমাদের অভিযান মাদকের বিরুদ্ধে অব্যাহত থাকবে।