রাজশাহীর পুঠিয়ায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৯:২১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী আয়শা বেগম (৩৫)।
নিহত মিজানুর রহমান চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। আজ শনিবার সকাল ৯ টার সময় ঢাকা-রাজশাহী সড়কের বানেশ্বর কলা হাটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট গোলাম রাব্বানী জানান, নিহত মিজানুর রহমানের আয়েশা বেগম দূর্গাপুর পল্লি বিদ্যুৎ অফিসে চাকুরি করেন। আজ শনিবার সকালে মোটরসাইকেল যোগাযোগে নিহত মিজানুর রহমান তার স্ত্রীকে নিয়ে দূর্গাপুর অফিসে যাচ্ছিলেন। বানেশ্বর কলাহাটার সামনে পৌঁছামাত্রই পেছন থেকে হিউমান হলার ধাক্কা দিলে স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন ও পবা হাইওয়ে থানায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন। স্ত্রী আয়েশা বেগমকে রামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাক্কারল ইসলাম সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে আমরা হিউম্যান হলার (ইমা) আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।