রাজশাহীর পুঠিয়ার এক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন

- আপডেট সময় : ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ার এক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন
রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করেছে কয়েকটি পরিবার। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।নামাজে ইমামতি করেন চারঘাট উপজেলার ডাকরা এলাকার ব্যাবসায়ী আনোয়ার হোসেন। নামাজে মুসল্লি ছিলেন মোট ১০ জন। এর মধ্যে পুরুষ আটজন, নারী দুজন।
ঈদের নামাজ আদায় করা ব্যক্তিরা জানান, তাঁরা প্রতি বছর এখানে ঈদের জামাত আদায় করেন। তারা আগে দেশের প্রচলিত নিয়মে ঈদের জামাত আদায় করতেন। তবে এখন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করতে পেরে তাঁরা অনেক খুশি।
ঈদের নামাজ শেষে আব্দুর রহিম গাজী বলেন, আমরা ঈদ পালন করে আসছি ৮ থেকে ১০ বছর ধরে। আগে মুসল্লি কম থাকায় আমরা নিজ বাড়িতেই নামাজ আদায় করতাম। বর্তমানে সংখ্যা বেশি হওয়ায় তিন-চার বছর ধরে কৃষ্ণপুর মুসলিম মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।