সংবাদ শিরোনাম ::
রাজশাহীর পুঠিয়ায় ৫৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন:
- আপডেট সময় : ০৩:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় ৫৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালান। দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপাড়া গ্রামে কুদ্দুস মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তির অবস্থানের খবর পেয়ে ডিবি পুলিশ এ অভিযান চালায়। এ সময় ৫৭ কেজি গাঁজাসহ রাব্বীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নয়াপাড়া গ্রামে। আব্দুর রহিম মোল্লা নামের আরেকজন পালিয়ে যান।
এ ঘটনায় দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার রাব্বীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।