রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

- আপডেট সময় : ০১:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
রাজশাহীর দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল হককে (৪৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৬ মে) দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানি ও র্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর জোনাকি রোড সংলগ্ন আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।রেজাউল হক রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, আবুল কাশেম নামের এক ব্যক্তির সাথে একই গ্রামের আসামি আবু সালেহ বাবুর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৪ মে অনন্তপুর মাঠে বিরোধপূর্ণ জমির মাপজোখ করা হচ্ছিল। তখন সংঘর্ষে আবুল কাশেমের ছেলে হাসিবুর গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান।
র্যাবের সূত্রে জানা যায়, এ ঘটনায় হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজাউল। গ্রেপ্তারের পর তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।