রাজশাহীর তানোরে স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর তানোরে স্বামীর মারপিটের স্বীকার গৃহবধুর মৃত্যু হয়েছে। ওই গৃহবধুর নাম মালেকা বেগম (৪৫)। এঘটনায় নিহতে স্বামী কামারগাঁ পশ্চিম পাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডলের পুত্র আবু বাক্কার (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়েছে।
এঘটনায় নিহতের ভাতিজা জুলফিকার আলী বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী নিহতের স্বামী আবু বক্কার (৫০)কে গ্রেপ্তার করেছেন তানোর থানা পুলিশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বুধবার দুপুরে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি বলেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক দ্বন্দের কারণে উক্ত আসামী উত্তেজিত হয়ে স্ত্রী মালেকা বেগমকে লাঠি দ্বারা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়।