রাজশাহীর তানোরে একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীর তানোরে ৪২ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে তানোর শিবনদীর বিলকুমারী বিলের ধানতৈড় গ্রামের একটি বিলের পানি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ধানতৈড় গ্রামের নিচে বিলের পানিতে এলাকাবাসী খালি গায়ে শুধু লুঙ্গি পরিহিত একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু ওই লাশের কোন নাম ঠিকানা বলতে পারেনি কেউ।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এলাকাবাসীর খবরে শিবনদীর তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের নিচে বিলের পানি থেকে প্রায় ৪২ বছরের অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় তানোর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ওসি মিজান আরও বলেন, অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহটি বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।