রাজশাহীতে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
রাজশাহীতে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী রুয়েট গেট এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী নগরীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের মৃত সুজনের ছেলে মোঃ টিপু (২৭), কাটাখালী থানার সাহাপুর ডুবে পাড়ার মো. মোতালেবের স্ত্রী মোসাঃ শম্পা (৩০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নাজিরপুর বেজুয়া গ্রামের মোঃ বাদশাহ মিয়ার ছেলে মোঃ দুলাল (২৫)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল জানান, গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় তার তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এএসএম সাইদুজ্জামান ও তার টিম সন্ধ্যা সোয়া ৭ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ আসামীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।