রাজশাহীতে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

- আপডেট সময় : ০২:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ৬৪ বার পড়া হয়েছে
এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কাশিয়াডাঙ্গা গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
আরএমপি কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই শাহীনুর ইসলাম পুলিশের একটি টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কাশিয়াডাঙ্গা গোবিন্দপুর এলাকা অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে গোবিন্দপুর মহল্লার মোঃ সাইদুর রহমান (৪২), মোঃ ইব্রাহিম হোসেন (৪১) মোঃ মাসুদ (৪২), মোঃ মোস্তাকিন আলম (৪০), মোঃ রবিউল ইসলাম (৩৯)। জুয়া খেলার সরঞ্জাম দুইসেট তাস, প্লাস্টিকের বস্তা ও নগদ ২ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, আরএমপির পুলিশ কমিশনার স্যারের নির্দেশে নিরাপদ ও অপরাধ মুক্ত নগরী গড়া লক্ষে পুলিশ দিন রাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে।