রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

- আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজশাহীর প্রতিনিধিঃ
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়পাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম নাদির উদ্দিন (৬৫)। তিনি উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাদির উদ্দিন নিজ বাড়ি থেকে মঙ্গলবার দুপর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি আড়ানী-বাঘা সড়কের আড়পাড়া মোড়ে পৌঁছালে সামনে একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাঁকা রাস্তার ছিঁটকে পড়ে যান।
এ সময় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এই দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।