রাজশাহীতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর হা*ম*লা
- আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৪২৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর হা*ম*লা
রাজশাহী নগরীতে রাস্তা পরিস্কার-পরিচ্ছন্নতা করার সময় সেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় শিক্ষার্থী ও দুর্বৃত্তদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বুধবার (৭ আগস্ট) দুপুরে নগরীর হামলার নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার বিকেলে নগরীর নিউ মার্কেটের পাশে থিম ওমর প্লাজা মার্কেটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর ফলে রাস্তায় প্রচুর পরিমান কাচসহ ময়লা পড়ে ছিল। সেগুলো পরিস্কার করছিল স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা। রাস্তা পরিস্কার করার সময় রিমন নামে স্থানীয় এক ব্যক্তিকে সড়তে বলা ও গায়ে ময়লা ছিটে পড়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবীদের সাথে তার বাকবিতন্ড হয়। এর কিছুক্ষন পর রিমন কিছু ছেলে নিয়ে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ছাত্রদের পক্ষে এলাকাবাসী যুক্ত। পরে খবর পেয়ে সেনা সদস্যরা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।