রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, যুগ্ম আহ্বায়ক শিবলু, তুহিন, জিতু, ইব্রাহিম, রেন্টু, আসাদ, পেট্রা এবং বোয়ালিয়া থানা পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফ আলী।
বক্তারা বলেন, সাঈদ আলীর বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিভেদ সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, সুদের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় সাঈদ আলীকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা আরও বলেন, ঘটনার দিন সাঈদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত এক স্বেচ্ছাসেবক দল কর্মীকে দেখতে ছিলেন, যার সিসিটিভি ফুটেজ রয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন সন্ত্রাসীদের অবস্থানের ভিডিও ফুটেজেও সাঈদ আলীকে দেখা যায়নি।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রতিহিংসার অপচেষ্টা বন্ধ করতে সাঈদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা ন্যায় বিচারের দাবিতে সরকারের কাছে আকুল আবেদন জানান।