রাজশাহীতে সোর্সসহ পুলিশকে কুপিয়ে জখম
- আপডেট সময় : ০৩:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে সোর্সসহ পুলিশকে কুপিয়ে জখম
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে সোর্সসহ পুলিশকে কুপিয়ে জখম।
রাজশাহীতে মাদক বিরোধী অভিযানের সময় সোর্সসহ পুলিশকে কুপিয়ে জখম করেছে হামলাকারিরা।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার সময় রাজশাহী মহানগরীর ডাঁশমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আমিনুর রহমান নামের এক মাদক ব্যবসায়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আমিনুর রহমানও আহত হয়েছেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন, মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আতিকুর রহমান (৪০), পুলিশের সোর্স নাইম (৩০) ও গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ওরফে দুখু। আহতরা রামেক হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলী তুহিন জানান, দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সোর্স নাইমকে নিয়ে ডাঁশমারী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুর হরমান ও তার লোকজন পুলিশের উপর হামলা চালায়। হামলাকারিরা পুলিশ কনস্টেবল আতিকুর রহমান ও সোর্স নাইমকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পালানোর সময় হামলাকারি আমিনুরকে গ্রেপ্তার করা হয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।