ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পরিত্যক্ত বাসায় কলেজ ছাত্রকে আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টা রাজশাহীতে চোর চক্রের নারীসহ চার সদস্য গ্রেপ্তার রাজশাহীর সাংবাদিক জামি রহমানের মৃত্যু শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদন্ড, সরঞ্জামাদি ধ্বংস রাজশাহী বিভাগে আমন সংগ্রহ অভিযানের লক্ষ্য মতবিনিময় সভা রাজশাহীতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন বাগমারায় বাইগাঁছা উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের মানববন্ধন বাগাতিপাড়ায় দীর্ঘ কর্মময় জীবন শেষে অবসরে গেলেন খোরশেদ পুলিশকে রাজনৈতিক দল নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করা হচ্ছে- আইজিপি নাটোরে ১৮ বাড়িতে অগ্নি সংযোগ মামলায় দুলুসহ ৯৪ আসামী খালাস

রাজশাহীতে সিঁদুর খেলায় স্বামী-সন্তানের মঙ্গল কামনা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সিঁদুর খেলায় স্বামী-সন্তানের মঙ্গল কামনা

রাজশাহীতে অবিরাম ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মধ্যে অনুষ্ঠিত হয়েছে সিঁদুর উৎসব। হিন্দু নারীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে। দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে তারা একে অন্যকে সিঁদুর পরাচ্ছেন। তখন হাসি-উচ্ছলতায় ভরা আনন্দঘন পরিবেশ, অথচ এর মধ্যেও যেন বিষাদের সুর বাজছে। কারণ, মা দুর্গা যে চলে যাচ্ছেন। একই দিনে ছিল দুই লগ্ন।

collected

শনিবার (১২ অক্টোবর) সকালে নবমী তিথির লগ্ন শেষ হয়ে শুরু হয় বিজয়া দশমীর লগ্ন। তাই শারদীয় দুর্গোৎসবের চারদিনের উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো তিনদিনেই। এখন মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। এই বিষাদের মধ্যে স্বামী-সন্তানের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেন রাজশাহীর নারীরা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে এমন দৃশ্য দেখা যায়। শনিবার সকাল থেকে শঙ্খধ্বনি ঢাক-কাসরের সুর আর পুরোহিত ভক্তদের পূজা অর্চনার মধ্যদিয়ে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে দশমী বিহিত পূজা। এরপরই দুর্গতিনাশিনী দেবী দূর্গার বিদায়ের প্রহর শুরু হয়েছে।

collected

সকালে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, নারীরা নেচে-গেয়ে সিঁদুর খেলায় মেতেছেন। পাশের দেবমাতা পূজামণ্ডপে গিয়েও একই দৃশ্য দেখা যায়। বিবাহিত নারীরা একে-অপরের কপালে সিঁদুর দেওয়ার খেলায় মেতে ওঠেন। বিবাহিত নারীরা অঞ্জলী শেষে দেবী দুর্গার মতো স্বামীর দীর্ঘায়ু ও সন্তানের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন।

collected

সনাতন ধর্মাবলম্বীরা জানান, সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই সনাতন ধর্মে বিশ্বাস করা হয়। সিঁথিতে সিঁদুর পরলে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন।

collected

এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার প্রচলন। মর্তলোক ছেড়ে দশভুজা দেবী দুর্গার বিদায় দশমীর দিনেই হয়ে থাকে। তবে এবার কিছুটা ব্যতিক্রম।
রাজশাহীর বেশ কয়েকটি মণ্ডপে খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সিঁদুর খেলায় স্বামী-সন্তানের মঙ্গল কামনা

আপডেট সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

রাজশাহীতে সিঁদুর খেলায় স্বামী-সন্তানের মঙ্গল কামনা

রাজশাহীতে অবিরাম ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মধ্যে অনুষ্ঠিত হয়েছে সিঁদুর উৎসব। হিন্দু নারীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে। দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে তারা একে অন্যকে সিঁদুর পরাচ্ছেন। তখন হাসি-উচ্ছলতায় ভরা আনন্দঘন পরিবেশ, অথচ এর মধ্যেও যেন বিষাদের সুর বাজছে। কারণ, মা দুর্গা যে চলে যাচ্ছেন। একই দিনে ছিল দুই লগ্ন।

collected

শনিবার (১২ অক্টোবর) সকালে নবমী তিথির লগ্ন শেষ হয়ে শুরু হয় বিজয়া দশমীর লগ্ন। তাই শারদীয় দুর্গোৎসবের চারদিনের উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো তিনদিনেই। এখন মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। এই বিষাদের মধ্যে স্বামী-সন্তানের মঙ্গল কামনায় সিঁদুর খেলায় মেতে উঠেন রাজশাহীর নারীরা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে এমন দৃশ্য দেখা যায়। শনিবার সকাল থেকে শঙ্খধ্বনি ঢাক-কাসরের সুর আর পুরোহিত ভক্তদের পূজা অর্চনার মধ্যদিয়ে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষ হয়। মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে দশমী বিহিত পূজা। এরপরই দুর্গতিনাশিনী দেবী দূর্গার বিদায়ের প্রহর শুরু হয়েছে।

collected

সকালে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে দেখা যায়, নারীরা নেচে-গেয়ে সিঁদুর খেলায় মেতেছেন। পাশের দেবমাতা পূজামণ্ডপে গিয়েও একই দৃশ্য দেখা যায়। বিবাহিত নারীরা একে-অপরের কপালে সিঁদুর দেওয়ার খেলায় মেতে ওঠেন। বিবাহিত নারীরা অঞ্জলী শেষে দেবী দুর্গার মতো স্বামীর দীর্ঘায়ু ও সন্তানের মঙ্গল কামনায় একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন।

collected

সনাতন ধর্মাবলম্বীরা জানান, সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই সনাতন ধর্মে বিশ্বাস করা হয়। সিঁথিতে সিঁদুর পরলে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন।

collected

এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার প্রচলন। মর্তলোক ছেড়ে দশভুজা দেবী দুর্গার বিদায় দশমীর দিনেই হয়ে থাকে। তবে এবার কিছুটা ব্যতিক্রম।
রাজশাহীর বেশ কয়েকটি মণ্ডপে খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসব।