রাজশাহীতে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৪১ বার পড়া হয়েছে
এম এম মামুন, রাজশাহীঃ
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ জামিল ব্রিগেডের উদ্যোগে মতিহার ও শাহমখদুম থানা অঞ্চলের প্রায় শতাধিক শীতার্ত দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্টে ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়।
এর আগে ব্রিগেডের সদস্যরা দুই থানার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা করে দুস্থ মানুষের হাতে কম্বলের স্লিপ পৌঁছে দেন। পরে স্লিপ পেয়েছেন এমন শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
জামিল ব্রিগেডের কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায় মানুষ। তারা বলছেন, হাড় কাঁপানো শীতে কষ্টে ছিলেন। অনেকের শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। কম্বল পেয়ে তাদের উপকার হয়েছে। তারা সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ ব্রিগেডের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেছেন।
অনুষ্ঠানে জামিল ব্রিগেডের সমন্বয়ক দেবাশিষ প্রামানিক দেবু, মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, মতিহার থানার সমন্বয়কারী আলমগীর হোসেন, ১৭ নম্বর ওয়ার্ডের সমন্বয়কারী রেজাউল করিম রেজাসহ ব্রিগেডের মতিহার ও শাহমখদুম থানার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।