রাজশাহীতে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

- আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
রাজশাহীতে মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ
রাজশাহী নগরীর রানী বাজারে ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যাহ মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমানের পদত্যাগের দাবিতে রাস্তা বন্ধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা মাদ্রাসার বিভিন্ন অনিয়ম-দুর্নীতিসহ নানা দাবি তুলে ধরেন।
সেগুল হচ্ছে, আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট এবং দূর্নীতিবাজ প্রিন্সিপাল সাইদুর রহমানের পদত্যাগ চাই। আওয়ামী ফ্যাসিস্ট এর দোশর বারকুল্লাহ বিন দুরুল হুদার দালাল, অত্যাচারী এবং নৈতিক স্খলিত অযোগ্য শিক্ষক মাকসুদুর রহমান সহ সকল দালাল শিক্ষকদের পদত্যাগ চাই। চার এবং পাঁচ আগস্ট, সেই সাথে জুলাই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত মাদরাসা ইশাআতুল ইসলাম আস-সালাফিয়্যার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর পদত্যাগ চাই। রাজশাহীতে পাঁচ আগস্ট আমাদের ভাইদের উপর প্রকাশ্যে হামলার পেছনে কেন মাদরাসাকে ব্যবহার হলো এর জবাব চাই। (মাদরাসা থেকে হামলাকারীদের নিকট খাবার সরবারহ করা হলো কেন? এবং সেই সাথে মাদরাসায় অস্ত্রের মজুদ কেন রাখা হলো তার জবাব চাই।) (এহেন কাজের সাথে জড়িত মুসা খাদেম, মাকসুদুর রহমান, আব্দুল্লাহ তারেক, বোর্ডিং সুপার তারেক মনোয়ার এর অপসারণ চাই।
আমাদের মাদরাসার খাবার এবং পড়ালেখার মান উন্নয়ন করতে হবে। মাদরাসার কোমল মতি বাচ্চাদের উপর মানসিক এবং শারীরিক নির্যাতন ও জুলুম বন্ধ করতে হবে। অন্যায় ও জুলুমকারী শিক্ষকদের জবাব দিহীতার আওতায় আনতে হবে। সকল প্রকার পক্ষপাতমূলক আচরণের কবর রচনা করতে হবে।মাদরাসার প্রাক্তন ছাত্রদের মাদরাসায় আসার ব্যবস্থা করতে হবে এবং মাদরাসায় অ্যালামনাই চালু করতে হবে।