ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে ভারতীয় ১৩২ বোতল মদ জব্দ গোদাগাড়ীতে বিজিবিকে মেরে দুটি মহিষ ছিনতাই,থানায় মামলা সাপাহারে গভির রাতে নির্বাহী অফিসারের শীতবস্ত্র বিতরণ রানীশংকৈল পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক তিন ফেল করে অধ্যক্ষের অপসরণ চাইলো রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে ২জনের ১০ বছর করে কারাদন্ড সংঘাতহীন সম্প্রীতির ধামইরহাট নির্মানের লক্ষ্যে আলোচনাসভা ও মানববন্ধন

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে হাইকমিশন ভবনটি ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা৷ হয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়টি নগরীর পদ্মা আবাসিক এলাকায়। ওই এলাকায় গিয়ে দেখা যায়, সহকারী হাইকমিশন ভবনের রাস্তার প্রবেশ মুখেই পুলিশের একটি পিকআপ। সেখানে তিনজন পুলিশ সদস্য সহকারী হাইকমিশন ভবনের দিকে যাওয়া পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহীকেও থামামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর সহকারী হাইকমিশন ভবনের পাশেই পুলিশের আরেকটি দলকে দেখা যায়। সেখানে পুলিশ লাইনস থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানও ছিল। পাশেই সহকারী হাইকমিশনের প্রধান ফটকের সামনে পুলিশের আরেকটি দল। কেউ সহকারী হাইকমিশন ভবনে ঢুকতে হলে এখানে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তল্লাশি করা হচ্ছে। সহকারী হাইকমিশনের অ্যাপয়েন্টমেন্ট থাকলেই কেবল ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ।

সহকারী হাইকমিশন ভবনে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আগে শুধু প্রধান ফটকে আসা ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট দেখত পুলিশ। পাশাপাশি তল্লাশি চলত। এখন এগুলোর পাশাপাশি সহকারী হাইকমিশন ভবন ঘিরেই বাড়তি দুই স্তরের নিরাপত্তা ছিল। মঙ্গলবার সকালে এই বাসভবনের ফটক ঘিরে ছয়জন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। নগরীর বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে এখানে ভিসার আবেদন আসা একেবারেই কমে গেছে। ভিসা আবেদন কেন্দ্রে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই দেখা গেছে। পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ভিসার আবেদন নিয়ে যাওয়া ব্যক্তিকে তল্লাশি করেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর তাদের আরও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন, সহকারী হাইকমিশনারের বাসভবন ও ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশপাশের এলাকা ঘিরে। এসব স্থাপনায় হামলার কোনো শঙ্কা নেই। তার পরেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ

আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে হাইকমিশন ভবনটি ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা৷ হয়েছে। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়টি নগরীর পদ্মা আবাসিক এলাকায়। ওই এলাকায় গিয়ে দেখা যায়, সহকারী হাইকমিশন ভবনের রাস্তার প্রবেশ মুখেই পুলিশের একটি পিকআপ। সেখানে তিনজন পুলিশ সদস্য সহকারী হাইকমিশন ভবনের দিকে যাওয়া পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহীকেও থামামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর সহকারী হাইকমিশন ভবনের পাশেই পুলিশের আরেকটি দলকে দেখা যায়। সেখানে পুলিশ লাইনস থেকে আসা আরেকটি পিকআপ ভ্যানও ছিল। পাশেই সহকারী হাইকমিশনের প্রধান ফটকের সামনে পুলিশের আরেকটি দল। কেউ সহকারী হাইকমিশন ভবনে ঢুকতে হলে এখানে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তল্লাশি করা হচ্ছে। সহকারী হাইকমিশনের অ্যাপয়েন্টমেন্ট থাকলেই কেবল ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ।

সহকারী হাইকমিশন ভবনে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আগে শুধু প্রধান ফটকে আসা ব্যক্তির অ্যাপয়েন্টমেন্ট দেখত পুলিশ। পাশাপাশি তল্লাশি চলত। এখন এগুলোর পাশাপাশি সহকারী হাইকমিশন ভবন ঘিরেই বাড়তি দুই স্তরের নিরাপত্তা ছিল। মঙ্গলবার সকালে এই বাসভবনের ফটক ঘিরে ছয়জন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। নগরীর বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে এখানে ভিসার আবেদন আসা একেবারেই কমে গেছে। ভিসা আবেদন কেন্দ্রে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই দেখা গেছে। পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ভিসার আবেদন নিয়ে যাওয়া ব্যক্তিকে তল্লাশি করেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, বেশ কিছু দিন ধরেই ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর তাদের আরও সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ভারতীয় সহকারী হাইকমিশন, সহকারী হাইকমিশনারের বাসভবন ও ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশপাশের এলাকা ঘিরে। এসব স্থাপনায় হামলার কোনো শঙ্কা নেই। তার পরেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।