রাজশাহীতে ফ্ল্যাট হস্তান্তর করে সুকর্ণা ডেভেলাপারস.র দৃষ্টান্ত স্থাপন!
- আপডেট সময় : ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে ফ্ল্যাট হস্তান্তর করে সুকর্ণা ডেভেলাপারস.র দৃষ্টান্ত স্থাপন!
এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
নির্ধারিত সময়ের আগেই আবারো ভবন নির্মাণ করে ক্রেতাদের কাছে ফ্ল্যাট হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করলো রাজশাহী নগরীর অন্যতম ডেভেলপার প্রতিষ্ঠান সুকর্ণা ডেভেলাপারস। শনিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পঞ্চমবারের মত নগরীর ঘোষপাড়া মোড়ে বাইতুল রিদাহ নামে নব-নির্মিত ১১ তলা বিশিষ্ঠ বহুতল আনুনিক মানের বহুতল নির্মাণ শেষে ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফ্ল্যাট হস্তান্তর উপলক্ষে সুকর্ণা ডেভেলাপারস-এর নবনির্মিত বাইতুল রিদাহ ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুকর্ণা ডেভেলপারস’র ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ উপস্থিত থেকে ক্রেতাদের মাঝে আধুনিক মানের এই বহুতল ভবনের ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন। ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকর্ণা ডেভেলাপারস’র পরিচালক শামিমুল ইসলাম মুন।
ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুকর্ণা ডেভেলাপারস’র পরিচালক আব্দুল মান্নাফ মুন্না, ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলামসহ ল্যান্ড ওনার ও ফ্ল্যাট ক্রেতারা।
সুকর্ণা ডেভেলাপারস’র পরিচালক ওয়াসিফ ইসলাম জানান, ৮ কাঠা জমির উপর এই আধুনিক মানের বাইতুল রিদাহ নামে বহুতল ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটি নির্মাণের ক্ষেত্রে উন্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যার কারণে এই ভবন যেনোকো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহনশীল। ১১ তলা এই ভবনের রয়েছে তিনটি ইউনিট।
তিনি জানান, গত ২১ সালের আগস্ট মাসে এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ক্রেতাদের কাছে প্রতিশ্রুতি দেয়া ছিল তিন বছরের মধ্যে এই ভবনটি বুঝিয়ে দেয়া হবে। করোনার মহামারি ও ভবন নির্মাণের সামগ্রীর উচ্চমূল্য হলেও আমরা নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করেছি। একই সাথে ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়েও দিলাম। তিনি বলেন সুকর্ণা ডেভেলপারস-এর এখন পর্যন্ত চারটি ফ্ল্যাট নির্ধারিত সময়ের আগে ক্রেতাদের বুঝিয়ে দেয়া হয়েছে। পঞ্চম নম্বর বাইতুল রিদাহ বুঝিয়ে দেয়া হলো। সুকর্ণা ডেভেলাপারস-এর অধিনে সাতটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। আশা করা হচ্ছে এই সাতটি ভবনও নির্ধারিত সময়ের আগেই নির্মাণ কাজ শেষ করে ক্রেতাদের বুঝিয়ে দেয়া হবে।