ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেল করে অধ্যক্ষের অপসরণ চাইলো রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন সিংড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার দায়ে ২জনের ১০ বছর করে কারাদন্ড সংঘাতহীন সম্প্রীতির ধামইরহাট নির্মানের লক্ষ্যে আলোচনাসভা ও মানববন্ধন কোরআনের শাসন দিয়ে আমরা বাংলাদেশ গড়তে চাই- ডা. শফিকুর রহমান রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে কাঁদলেন শহীদ সাকিবের বাবা নলডাঙ্গায় দেয়ালে লেখা জয় বাংলা শ্লোগান মুছে দিল ছাত্রদল নাটোরে আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে প্রিজন ভ্যানে থাকা সাবেক এমপি আসাদকে ডিম নিক্ষেপ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে প্রিজন ভ্যানে থাকা সাবেক এমপি আসাদকে ডিম নিক্ষেপ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদকে লক্ষ্য করে আদালত চত্বরে প্রিজন ভ্যান ডিম, ইট ও বালু নিক্ষেপ করা হয়েছে। রাজশাহী আদালতে নেওয়ার পর তাঁকে আরও দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মামলা দু’টির তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন। মামলা দু’টিতে গ্রেপ্তার দেখানোর পর আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

আদালত সূত্রে জানা গেছে, নতুন যে দু’টি মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে দু’টি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগীর বোয়ালিয়া থানায় দায়ের হয়েছে। একটি মামলার বাদীর নাম মো. রোকনুজ্জামান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৫ সেপ্টেম্বর তিনি মামলাটি দায়ের করেন। অপর মামলার বাদীর নাম আবদুর রশিদ ফকির। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৮ নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন। দুটি মামলা তদন্ত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুজন উপপরিদর্শক (এসআই)।
রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ আদালত পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দু’টি মামলাতেই এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরি প্রেক্ষিতে আসামিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাঁকে মামলা দু’টিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। পাশা পাশি আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর রাজশাহীর মোহনপুর থানার একটি মামলায় ঢাকায় গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে। মোহনপুর থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাতে গত ৫ ডিসেম্বর তাঁকে আদালতে তোলা হয়েছিল। সেদিন তাঁকে দেখে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। তবে বৃহস্পতিবার আদালত চত্বর ছিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দখলে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোহা: আসাদুজ্জামান আসাদকে প্রিজন ভ্যান থেকে নামানো এবং তোলা হয়। ওই সময় রাজশাহী আদালত চত্বরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিয়ে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম, ইট ও বালু নিক্ষেপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে প্রিজন ভ্যানে থাকা সাবেক এমপি আসাদকে ডিম নিক্ষেপ

আপডেট সময় : ০২:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে প্রিজন ভ্যানে থাকা সাবেক এমপি আসাদকে ডিম নিক্ষেপ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদকে লক্ষ্য করে আদালত চত্বরে প্রিজন ভ্যান ডিম, ইট ও বালু নিক্ষেপ করা হয়েছে। রাজশাহী আদালতে নেওয়ার পর তাঁকে আরও দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মামলা দু’টির তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন। মামলা দু’টিতে গ্রেপ্তার দেখানোর পর আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসাদের জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

আদালত সূত্রে জানা গেছে, নতুন যে দু’টি মামলায় আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে দু’টি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগীর বোয়ালিয়া থানায় দায়ের হয়েছে। একটি মামলার বাদীর নাম মো. রোকনুজ্জামান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ২৫ সেপ্টেম্বর তিনি মামলাটি দায়ের করেন। অপর মামলার বাদীর নাম আবদুর রশিদ ফকির। ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৮ নভেম্বর তিনি মামলাটি দায়ের করেন। দুটি মামলা তদন্ত করছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুজন উপপরিদর্শক (এসআই)।
রাজশাহী নগর পুলিশের উপ-পুলিশ আদালত পরিদর্শক মাহমুদুল হাসান জানান, দু’টি মামলাতেই এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরি প্রেক্ষিতে আসামিকে আদালতে আনা হয়েছিল। আদালত তাঁকে মামলা দু’টিতে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। পাশা পাশি আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর রাজশাহীর মোহনপুর থানার একটি মামলায় ঢাকায় গ্রেপ্তার করা হয় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে। মোহনপুর থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাতে গত ৫ ডিসেম্বর তাঁকে আদালতে তোলা হয়েছিল। সেদিন তাঁকে দেখে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। তবে বৃহস্পতিবার আদালত চত্বর ছিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দখলে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোহা: আসাদুজ্জামান আসাদকে প্রিজন ভ্যান থেকে নামানো এবং তোলা হয়। ওই সময় রাজশাহী আদালত চত্বরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিয়ে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম, ইট ও বালু নিক্ষেপ করেন।