রাজশাহীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
এম এম মামুন, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে নগরের দরগাপাড়া এলাকায় আধুনিক পাঠাগারের পাশে ৩০০ দুস্থ ও শীতার্ত মানুষকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় তাঁদের একটি করে মাস্কও দেওয়া হয়। এতে সহযোগিতা করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আকবারুল হাসান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সেলিনা বেগম, সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার সহসভাপতি স ম সাজু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল গণি, অর্থবিষয়ক সম্পাদক কে এম জোবায়ের উপস্থিত ছিলেন।
রাজশাহী নিউমার্কেট এলাকায় সেলুনে কাজ করেন মোহাম্মদ জামিল (৪০)। তাঁর বাড়ি নগরের শিরোইল কলোনি এলাকায়। তিনিও এসেছিলেন কম্বল নিতে। কম্বল পেয়ে খুশি হয়ে বাড়ি ফেরার পথে জামিল বললেন, ‘কয়দিন থাইক্যা শীতটাও বেশি পড়ছে। সকাল বেলা কাজে বার হতে গেলে ঠান্ডা সহ্য হয় না। কম্বলখানা পাইয়্যা ভালোই হইল। শীতের কষ্টটা কম হবেনি।’ নগরের ষষ্ঠিতলা এলাকার রিকশাচালক মাহমুদুল হাসান বললেন, ‘আগে পাইয়ে ঠ্যালা রিকশা ছিল। উঠলেই গা ঘাইমি যাইত। একুন ব্যাটারির রিকশা। উঠলেই শীতে জান উইড়ি যায়। কম্বলখান গায়ে জাড়ায়্যা সকাল বেলায় বাইর হব।’
প্রথম আলো ট্রাস্ট বরাবরই দুর্যোগ-দুঃসময়ে রাজশাহীর মানুষের পাশে আছে বলে মন্তব্য করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক বলেন, সমাজের অন্যান্য বিত্তবান মানুষ যদি দুস্থ মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজের মানবিক আবেদনের জায়গাটা পূরণ হয়।
শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন। সহায়তা পাঠানো যাবে ব্যাংক ও বিকাশের মাধ্যমে।
হিসাবের নামঃ প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল হিসাব নম্বরঃ ২০৭ ২০০ ১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা। অথবা বিকাশে পেমেন্ট করতে পারেনঃ ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে।