রাজশাহীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ী আটক

- আপডেট সময় : ০১:০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১১টার দিকে রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছে থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে মিজান আলী (২৩), মুকুল আলী (৩০), আব্দুল হাকিম (৩৩), ওহিদুল ইসলাম মনির (৩৩), মাসুম হোসেন (৪০), রাজু আহম্মেদ (৪০), নয়ন আলী (২৫) ও সোহেল রানা (২২)।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১১ টার দিকে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করা হয়েছে।
এ সময় আসামীদের কাছে থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও একদিনে রাজশাহী মহানগর পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে আটক করা হয়েছে।