রাজশাহীতে পিকআপ উল্টে বাবা-ছেলে নিহত

- আপডেট সময় : ০৩:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২ ৫০ বার পড়া হয়েছে
রাজশাহীতে পিকআপ উল্টে বাবা-ছেলে নিহত
রাজশাহী ব্যুরো
রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে কাটাখালী থানার মুসলিমের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কাঞ্চন গ্রামের বারিক হোসেন (৪৫), তার ছেলে রিমন হোসেন (১৬)।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান নিশ্চিত করে জানান, রোববার রাত সাড়ে ৩টার দিকে একটি আপেল বোঝাই পিকআপ ভ্যান নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পিকআপটি কাটাখালী থানার মুসলিমের মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি রেকার দিয়ে পানির নিচ থেকে টেনে তোলা হয়েছে। পিকআপের ভেতর থেকে বাবা-ছেলে দুথজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, নিহত বারিক হোসেন নিজস্ব পিকআপ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন। পাশেই বসা ছিল তার পুত্র। তারা অনেক চেষ্টা করেও গাড়ি থেকে বের হতে পারেনি। নিহত পিতা-পুত্রের মরদেহ দুথটি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।