রাজশাহীতে নাশকতা মামলায় ৩ শিবির সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ৪১ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে নাশকতা মামলায় ৩ শিবির সদস্যকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। রবিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে নগরীর হেতেম খাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড় দাদপুর গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ শিহাব সুমন (১৯), শিবগঞ্জ থানার মোঃ এনামুল হকের ছেলে মোঃ ইউসুফ আলী (২০) ও ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল থানার চেংমারী গ্রামের মোঃ আতাউরর রহমানের ছেলে মোঃ আল মামুন (১৯)। তারা সকলেই বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকা হতে পড়াশুনা করতো।
ঘটনা সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানা পুলিশ কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৩ জন জামায়াত শিবিরের কর্মীকে বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করলেও ১০-১২ জন পালিয়ে যায়। ঐ সময় তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করছিলো। তখন হতে পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছিলো বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
পরবর্তীতে রবিবার দুপুরে সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের নেতৃতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেতেম খাঁ এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত সন্দেহে শিবির কর্মী মোঃ শিহাব সুমন, মোঃ ইউসুফ আলী ও মোঃ আল মামুন রুপসকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায়, তারা শিবিরে সক্রিয় সদস্য।
গত ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে তারা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে জুম মিটিং করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।