রাজশাহীতে নগর পুলিশের উদ্যোগে কর্মশালা
- আপডেট সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৩২ বার পড়া হয়েছে
রাজশাহীতে নগর পুলিশের উদ্যোগে কর্মশালা
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে নগর পুলিশের উদ্যোগে কর্মশালা। রাজশাহীতে সহিংস উগ্রবাদ ও মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষে করোণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজশাহী কলেজের অডিটোরিয়ামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়ে। মহানগর পুলিশের উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, রাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টার শাহাদাত মারুফ সিদ্দিক শিবলী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মানব কল্যাণ পরিষদ মনিরা পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) সুজায়েত ইসলাম উপস্থিত ছিলেন।