রাজশাহীতে দেয়াল চাপায় এক শ্রমিক নিহত, আহত ৪
- আপডেট সময় : ১২:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ৬৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে দেয়াল চাপায় এক শ্রমিক
নিহত, আহত ৪
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে দেয়াল চাপায় এক শ্রমিকনিহত, আহত ৪। রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড়ে ছোটবনগ্রাম বিমানচত্তর এলাকায় প্রাচীরের দেয়াল চাপা পড়ে রিয়াজুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৪ শ্রমিক।
আজ শনিবার (১২ মার্চ) বিকেল ৩ টার পর দেয়াল চাপার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দেয়ালের নীচ থেকে পাঁচজনকে উদ্ধার করেছে। ওই সময় রিয়াজুল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাড়ি নির্মাণের জন্য গভীর করে আরসিসি পিলারে কাজ করার সময় সীমানা প্রাচীর ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হচ্ছেন, এনামুল হক (৩৫), পিলীপ কুমার (৪৩), কাজেম আলী (২৭) ও মনজুর আলম (৩৫)। তাদেরকে রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বাড়ি গোদাগড়ীর বালিয়া গ্রামে। আর এনামুল হকের বাড়ি নগরের হেতেম খাঁ এলাকায়।
রাজিব হোসেন নামের এক শ্রমিক জানান, তারা মোট ১৭ জন শ্রমিক কাজ করছিলাম। এর মধ্যে ৯ জন একই জায়গায় কাজ করা অবস্থা দেয়াল ধসে পড়ে। সেখানে আমিও ছিলাম। অন্যদের কি হয়েছে জানিনা।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, এনতাজ আলী নামের এক ব্যক্তি তার জায়গায় গত দুইদিন ধরে বাড়ির আরসিসি পিলার নির্মাণ কাজ করছিলেন। কাজ চলা বস্থায় হটাৎ প্রাচীর ধসে পড়ে। সেখান থেকে পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক রিয়াজুল নামের একজনকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। বাকি চারজনকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কাজ শুরু করে। সেখান থেকে উদ্ধার করে পাঁচজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।