রাজশাহীতে দুই দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে দুই দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা
রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) থেকে দুই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে সকালে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এএসএম শফিউল আলম তালুকদার।
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ। বিশেষ অতিথি ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মো. আহসান হাবীব, সহকারী পরিচালক আলমান হোসেন, ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক ডা. মো. আসেম আলী প্রমুখ।