রাজশাহীতে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
রাজশাহীতে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশ। রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মোসা: নাদীরা বেগম (২৯)। সে রাজশাহী মহানগরীর বেলপুকুর ভড়ুয়াপাড়ার মৃত আলীমুদ্দিনের মেয়ে।
জানা গেছে, আরএমপির মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটায় নগরীর ভড়ুয়াপাড়া এলাকার অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ নাদীরাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।