রাজশাহীতে দিনের বেলায় ছিনতাই, রাবি শিক্ষার্থীকে মারধর

- আপডেট সময় : ১২:২৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে দিনের বেলায় ছিনতাই, রাবি শিক্ষার্থীকে মারধর
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডী এলাকায় দিনের বেলায় দুই শিক্ষার্থী ছিনতাই ও হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে নগরের মেহেরচণ্ডী এলাকার জলিলের মোড়ে একদল দুর্বৃত্ত তাদের পথ আটকে হেনস্তা করে এবং এক ছাত্রীর সোনার আংটি ও ঘড়ি ছিনিয়ে নেয়। এ সময় বাঁধা দেওয়ায় তার সাথে থাকা বন্ধুকেও মারধর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করেছেন।
চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরই সন্ধ্যায় একবার অভিযান চালানো হয়েছে। আবারও অভিযান পরিচালনা করা হবে। অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’
ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এবং তার বন্ধু ইসলাম শিক্ষা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। মামলার এজাহারে অভিযুক্ত হিসেবে মেহেরচন্ডি এলাকার সামসুল হকের ছেলে সোহান (২০), মামুনের ছেলে শিথল (২২) এবং রেজাউলের ছেলে রাজুর (২৩) নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী বেলা সাড়ে ৩টার দিকে ক্লাস শেষে তার বন্ধুর সঙ্গে মেহেরচণ্ডী জলিলের মোড় এলাকায় নিজের ছাত্রীনিবাসে ফিরছিলেন। পথে অভিযুক্তরা তাদের পথরোধ করে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা ওই ছাত্রীর বাম হাতের একটি সোনার আংটি এবং ডান হাতে থাকা ঘড়ি জোর করে ছিনিয়ে নেয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় তার বন্ধু বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর শুরু করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ভুক্তভোগী ছাত্রীর পোশাক ধরে টানাটানি করা হয় এবং তার চশমাটিও ভেঙে ফেলা হয়। এসময় তারা চিৎকার শুরু করলে আশেপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘এই এলাকায় শুধু আমি নই, কয়েকশ ছাত্রী থাকেন। দিনের বেলায় আমার সঙ্গে এমন ঘটনা ঘটলে অন্যদের নিরাপত্তা কোথায়? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমরা সেখানে যাই। শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদান এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলেছি।