ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারায় বিএনপির নাম ভাঙ্গিয়ে শ্রমিক ইউনিয়ন দখল নিতে মরিয়া জেএমবি ক্যাডাররা মান্দায় স্ত্রীকে পি/টি/য়ে হ-ত্যা, স্বামী পলাতক  রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল মহাপরিচালকের পদত্যাগ ও সব পদে নার্সদের পদায়নের দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন ছাত্র আন্দোলনে ২ হাতে ২ পিস্তল নিয়ে শিক্ষার্থীদের গুলি করে যুবলীগ নেতা রুবেল আলমগীর হোসেন জাতীয় প্রেসক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা সাতক্ষীরার তালায় ৩৩ বিঘা জলমহাল বেদখল, ৪০ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার হামলা-ভাঙচুর ও লুটপাটে বিশ্বাসী নয় জামায়াত-অধ্যক্ষ শাহাবুদ্দিন শিক্ষার্থীদের আন্দোলনঃ রাজশাহী কলেজে নিয়োগ পেয়েও যোগদান করতে পারেননি নতুন অধ্যক্ষ

রাজশাহীতে থানা ও সংখ্যালঘুদের বাড়ির নিরাপত্তায় যুবদল

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে থানা ও সংখ্যালঘুদের বাড়ির নিরাপত্তায় যুবদল

রাজশাহী নগরীর শাহমখদুম থানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিসসহ সংখ্যালঘুদের বাড়িঘরের নিরাপত্তায় কাজ করছেন যুবদলের নেতারা। রাজশাহীর বিভিন্ন স্থাপনায় হামলা হলেও একেবারে সুরক্ষিত রয়েছে নগরীর শাহমখদুম থানাসহ রাকাব ও আরডিএ অফিস। নগরীর বিভিন্ন থানায় এখন যেমন আগুনের ক্ষতচিহ্ন, সেখানে ব্যতিক্রম এসব স্থাপনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহমখদুম থানা যুবদলের সদস্য রাসেল মোল্লা ও চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান এলাকাটিকে সুরক্ষিত রাখতে নেতাকর্মীদের নিয়ে দিনরাত পাহারা দিয়ে যাচ্ছেন। আশপাশের কোনো এলাকা থেকে মালামাল লুট করে এ এলাকা দিয়ে যেতে দেখলেও তারা আটকে দিচ্ছেন। তারপর সেই মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, শাহমখদুম থানা এলাকায় রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিস, নির্মাণাধীন ওয়াসা ভবন। এ ছাড়া চন্দ্রিমা থানা এলাকায় আছে পাসপোর্ট ও ভিসা অফিস। নেতাকর্মীদের নিয়ে এসব অফিস পাহারা দিচ্ছেন রাসেল ও আরিফুজ্জামান। ফলে এসব সরকারি দপ্তরে নাশকতা ও লুটপাটের ঘটনা ঘটেনি। শাহমখদুম থানার পবাপাড়া, পবা নতুনপাড়া ও শিল্পীপাড়া মহল্লায় অন্তত ২৫০ হিন্দু পরিবারের বাস। এলাকায় রয়েছে চতুর্বেদী সার্বজনীন মন্দির। সংখ্যালঘু সম্প্রদায়ের এ মানুষগুলোর বাড়ি ও মন্দিরে যেন হামলা না হয় তার জন্যও মাইকিং করা হয়েছে। মহল্লায় মহল্লায় যুবদলের কর্মীরা পাহারা দিয়েছেন। ফলে এলাকার কারও বাড়িতে কোনো হামলা হয়নি।

এলাকার বাসিন্দা সুষ্মিতা রানী বলেন, গত সোমবার সকাল থেকেই দেখছি এলাকায় ছেলেরা পাহারা বসিয়েছে। আমাদের কারো বাড়িতে যেন হামলা না হয় তার জন্য তারা মাইকিং করছে। এর ফলে আমরা কিছুটা নিশ্চিন্তে আছি। সব এলাকায় যেন এ রকম সম্প্রীতি থাকে।
জানতে চাইলে যুবদল নেতা মো. আরিফুজ্জামান বলেন, কিছু টোকাই ও বখাটেরা আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি ও বিভিন্ন দপ্তরে লুটপাট করছে। এতে আমরা যারা আওয়ামী লীগ বিরোধী তাদের বদনাম হচ্ছে। এ জন্য আমরা সতর্ক আছি যেন কেউ লুটপাট করতে না পারে। রাষ্ট্রের সম্পদ মানে জনগণের সম্পদ। এগুলো আমাদেরই রক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছি। এলাকায় কেউ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করতে পারবে না। আমার মনে হয়, প্রতিটি এলাকায় এখন আমাদের এভাবে কাজ করা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে থানা ও সংখ্যালঘুদের বাড়ির নিরাপত্তায় যুবদল

আপডেট সময় : ০৯:৫২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

রাজশাহীতে থানা ও সংখ্যালঘুদের বাড়ির নিরাপত্তায় যুবদল

রাজশাহী নগরীর শাহমখদুম থানা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিসসহ সংখ্যালঘুদের বাড়িঘরের নিরাপত্তায় কাজ করছেন যুবদলের নেতারা। রাজশাহীর বিভিন্ন স্থাপনায় হামলা হলেও একেবারে সুরক্ষিত রয়েছে নগরীর শাহমখদুম থানাসহ রাকাব ও আরডিএ অফিস। নগরীর বিভিন্ন থানায় এখন যেমন আগুনের ক্ষতচিহ্ন, সেখানে ব্যতিক্রম এসব স্থাপনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহমখদুম থানা যুবদলের সদস্য রাসেল মোল্লা ও চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান এলাকাটিকে সুরক্ষিত রাখতে নেতাকর্মীদের নিয়ে দিনরাত পাহারা দিয়ে যাচ্ছেন। আশপাশের কোনো এলাকা থেকে মালামাল লুট করে এ এলাকা দিয়ে যেতে দেখলেও তারা আটকে দিচ্ছেন। তারপর সেই মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, শাহমখদুম থানা এলাকায় রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অফিস, নির্মাণাধীন ওয়াসা ভবন। এ ছাড়া চন্দ্রিমা থানা এলাকায় আছে পাসপোর্ট ও ভিসা অফিস। নেতাকর্মীদের নিয়ে এসব অফিস পাহারা দিচ্ছেন রাসেল ও আরিফুজ্জামান। ফলে এসব সরকারি দপ্তরে নাশকতা ও লুটপাটের ঘটনা ঘটেনি। শাহমখদুম থানার পবাপাড়া, পবা নতুনপাড়া ও শিল্পীপাড়া মহল্লায় অন্তত ২৫০ হিন্দু পরিবারের বাস। এলাকায় রয়েছে চতুর্বেদী সার্বজনীন মন্দির। সংখ্যালঘু সম্প্রদায়ের এ মানুষগুলোর বাড়ি ও মন্দিরে যেন হামলা না হয় তার জন্যও মাইকিং করা হয়েছে। মহল্লায় মহল্লায় যুবদলের কর্মীরা পাহারা দিয়েছেন। ফলে এলাকার কারও বাড়িতে কোনো হামলা হয়নি।

এলাকার বাসিন্দা সুষ্মিতা রানী বলেন, গত সোমবার সকাল থেকেই দেখছি এলাকায় ছেলেরা পাহারা বসিয়েছে। আমাদের কারো বাড়িতে যেন হামলা না হয় তার জন্য তারা মাইকিং করছে। এর ফলে আমরা কিছুটা নিশ্চিন্তে আছি। সব এলাকায় যেন এ রকম সম্প্রীতি থাকে।
জানতে চাইলে যুবদল নেতা মো. আরিফুজ্জামান বলেন, কিছু টোকাই ও বখাটেরা আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি ও বিভিন্ন দপ্তরে লুটপাট করছে। এতে আমরা যারা আওয়ামী লীগ বিরোধী তাদের বদনাম হচ্ছে। এ জন্য আমরা সতর্ক আছি যেন কেউ লুটপাট করতে না পারে। রাষ্ট্রের সম্পদ মানে জনগণের সম্পদ। এগুলো আমাদেরই রক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়েছি। এলাকায় কেউ সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করতে পারবে না। আমার মনে হয়, প্রতিটি এলাকায় এখন আমাদের এভাবে কাজ করা উচিত।