রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

- আপডেট সময় : ১২:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রোববার (২৫ মে) মেলা উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার তাছলিমা খাতুন। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বোয়ালিয়া ভূমি অফিস এ মেলার আয়োজন করেছেন।
মেলায় ভূমি কর বিষয়ক ৮টি বুথ স্থাপন করা হয়। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনের মাঝে ১ কোটি ৭৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।