রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০২:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবাসহ মো: আসলাম (৪৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরীর তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো: আসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মো: আজিজুল সরকারের ছেলে। তিনি বর্তমানে তেরখাদিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: আসলামকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।