রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারী মৃত্যু
- আপডেট সময় : ০১:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারী মৃত্যু
রাজশাহীর পবা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আরজিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টার সময় রাজশাহীর পবা উপজেলার হরিয়ান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরজিনা বেগম রাজশাহীর কাটাখালী এলাকার মৃত আবদুস সাত্তারের স্ত্রী।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আরজিনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝেই বাড়ি থেকে বের হয়ে যান। সকালে হরিয়ান রেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান আরও বলেন, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।