ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা বাউয়েটে ছয় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোদাগাড়ীতে জেন্ডার ন্যায্যতা ও জলবায়ু ন্যায্যতার আন্তঃসম্পর্ক’ বিষয়ক দিনব্যাপী কমিউনিটি স্কুল কর্মশালা যারা জিয়াউর রহমানের ছবি অবমাননাকারী কুলাঙ্গারদের খুঁজে বের করা হবে- ফরহাদ হোসেন আজাদ নীলফামারীর ডোমারে গৃহবধূ হত্যার সাথে জড়িত শ্বাশুড়ি রাজশাহী থেকে গ্রেপ্তার নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ, আটক ১৮ সেনাপ্রধানের নির্দেশনায় গরম পানিতে ঝলসে যাওয়া নারীর বিনামূল্যে চিকিৎসা সিএমএইচে রাণীনগরে দল গতিশীল করতে যুবদলের সভা অনুষ্ঠিত শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু, মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা

এম এম মামুন:
  • আপডেট সময় : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৫১৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু, মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা

কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে ট্রাকে করে তিনটি ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছে। তবে পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা।

টিসিবির নির্ধারিত এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি, মুসুর ডাল ও ভোজ্যতেল। আগের তুলনায় প্রতিটি পণ্যের দাম ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে করে ভোক্তারা মনে করছেন, বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের মূল্যের পার্থক্য কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য আর সহনীয় থাকছে না।

টিসিবি সূত্রে জানা গেছে, আগে প্রতি কেজি চিনি ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৬০ টাকার মুসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ১০০ টাকা লিটারের ভোজ্যতেলের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

ভোক্তারা বলছেন, মূল্যছাড়ের সুবিধা কার্যকরভাবে দিতে না পারলে টিসিবির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সরকারের কাছে তারা টিসিবির পণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার এই পণ্যগুলো ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। পাশাপাশি, নিয়মিতভাবে কার্ডধারীদের মধ্যেও মাসিক ভিত্তিতে টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু, মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা

আপডেট সময় : ১০:২২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

রাজশাহীতে টিসিবির পণ্য বিক্রি শুরু, মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা

কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে ট্রাকে করে তিনটি ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছে। তবে পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা।

টিসিবির নির্ধারিত এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চিনি, মুসুর ডাল ও ভোজ্যতেল। আগের তুলনায় প্রতিটি পণ্যের দাম ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে। এতে করে ভোক্তারা মনে করছেন, বাজারদরের সঙ্গে টিসিবির পণ্যের মূল্যের পার্থক্য কমে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য আর সহনীয় থাকছে না।

টিসিবি সূত্রে জানা গেছে, আগে প্রতি কেজি চিনি ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৬০ টাকার মুসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকায় এবং ১০০ টাকা লিটারের ভোজ্যতেলের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

ভোক্তারা বলছেন, মূল্যছাড়ের সুবিধা কার্যকরভাবে দিতে না পারলে টিসিবির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সরকারের কাছে তারা টিসিবির পণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার এই পণ্যগুলো ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবেন। পাশাপাশি, নিয়মিতভাবে কার্ডধারীদের মধ্যেও মাসিক ভিত্তিতে টিসিবির পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।