ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল বিজয়ী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল বিজয়ী

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল বিজয়ী। রাজশাহী আইনজীবী বার সমিতির নির্বাচনে  জাতীয়তাবাদী সমর্থিত প্যানেলের সব প্রার্থীই বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাসেম। আর সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী। তিনি টানা দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদথ মনোনীত সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীসহ সবাই পরাজিত হয়েছেন। ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচনের এই ফল ঘোষণা করেন।

সভাপতি-সম্পাদক ছাড়া বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি একেএম মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম ও আবু মোহাম্মদ সেলিম; যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) মুহাম্মদ আতিকুর রহমান ইতি ও যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক আজিমুশ সান উজ্জ্বল, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক মোজাম্মেল হক (২) এবং ম্যাগাজিন ও কালচার সম্পাদক রজব আলী। এ ছাড়া বিজয়ী নয়জন সদস্য হলেন- আফতাবুর রহমান, সাইদুর রহমান তালুকদার, আমজাদ হোসেন (৩), রাকিবুল ইসলাম রাকিব, হাসানুল বান্না সোহাগ, অলিউল ইসলাম, সেকেন্দার আলী, আব্দুল বারী ও নূসরাত মেহেজেবীন সুমি।

বৃহস্পতিবার রাজশাহীর ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ করা হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি ছিল। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৮ জন। এদের মধ্যে ৬০৫ জন ভোট দেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট শামীম হায়দার দারা দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেলিম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল বিজয়ী

আপডেট সময় : ০৬:১৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২

রাজশাহীতে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল বিজয়ী

রাজশাহী ব্যুরো
রাজশাহীতে ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল বিজয়ী। রাজশাহী আইনজীবী বার সমিতির নির্বাচনে  জাতীয়তাবাদী সমর্থিত প্যানেলের সব প্রার্থীই বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাসেম। আর সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী। তিনি টানা দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদথ মনোনীত সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীসহ সবাই পরাজিত হয়েছেন। ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচনের এই ফল ঘোষণা করেন।

সভাপতি-সম্পাদক ছাড়া বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি একেএম মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম ও আবু মোহাম্মদ সেলিম; যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) মুহাম্মদ আতিকুর রহমান ইতি ও যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক আজিমুশ সান উজ্জ্বল, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক মোজাম্মেল হক (২) এবং ম্যাগাজিন ও কালচার সম্পাদক রজব আলী। এ ছাড়া বিজয়ী নয়জন সদস্য হলেন- আফতাবুর রহমান, সাইদুর রহমান তালুকদার, আমজাদ হোসেন (৩), রাকিবুল ইসলাম রাকিব, হাসানুল বান্না সোহাগ, অলিউল ইসলাম, সেকেন্দার আলী, আব্দুল বারী ও নূসরাত মেহেজেবীন সুমি।

বৃহস্পতিবার রাজশাহীর ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ করা হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি ছিল। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৮ জন। এদের মধ্যে ৬০৫ জন ভোট দেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট শামীম হায়দার দারা দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেলিম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা হয়নি।